Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ পুলিশ ও গাজী কমিউনিকেশনস’র মধ্যে চুক্তি সই


৪ এপ্রিল ২০১৮ ১৫:৩১ | আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৯:৪৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় নেটওয়ার্ক ও নিরাপত্তা প্রযুক্তিকে আরও এগিয়ে নিতে গাজী কমিউনিকেশনস’র সঙ্গে এক চুক্তি করেছে বাংলাদেশ পুলিশ। এখন থেকে প্রযুক্তিগত যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে বাংলাদেশ পুলিশকে সার্বিক সহযোগিতা দেবে গাজী কমিউনিকেশনস।

বুধবার (৪ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পুলিশ সদর দফতরে এই চুক্তি সই হয়। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (আইসিটি) মো. রুহুল আমিন এবং গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গাজী কমিউনিকেশনস’র ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তজা চুক্তিতে সই করেন।

এ সময় গাজী গ্রুপের নির্বাহী পরিচালক এম সালাহউদ্দিন চৌধুরী এবং গাজী কমিউনিকেশনস ও বাংলাদেশ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাজী কমিউনিকেশনস গাজী গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান- যা এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে নেটওয়ার্ক ও প্রযুক্তিগত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে।

সারাবাংলা/ইএইচটি/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর