Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২১ ০৭:১৬ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ ০৮:৫৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাস ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ করেছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে হোয়াইট হাউজে তিনি ভ্যাকসিনের ফাইজার-বায়োএনটেকের তৃতীয় ডোজ গ্রহণ করেন। এর মাত্র একদিন আগে মার্কিন সরকারের স্বাস্থ্য বিভাগ ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য বুস্টার ডোজের অনুমোদন দেয়।

বাইডেন এসময় যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন বিরোধীদের দ্রুত ভ্যাকসিন নেওয়ার তাগিদ দেন। তিনি বলেন, সমস্যা হলো, যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ভ্যাকসিন নিতে চান না। তারা ভ্যাকসিনের একটি ডোজও গ্রহণ করেননি। এর ফলে দেশজুড়ে মারাত্মক ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বাইডেন জানান, যুক্তরাষ্ট্রের ৭৭ শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতায় এসেছেন। তবে এখনও চার ভাগের এক ভাগ মানুষ ভ্যাকসিন নেননি।

হোয়াইট হাউজ জানিয়েছে, বাইডেন ছয় মাস আগে ফাইজারের দ্বিতীয় ডোজ নিয়েছিলেন। তার বয়স ৭৮ বছর হওয়ায় বুস্টার ডোজ নিতে পেরেছেন তিনি।

সারাবাংলা/আইই

টপ নিউজ বুস্টার ডোজ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর