নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে নারীর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২১ ২৩:৫৪
ঢাকা: রাজধানীর সবুজবাগ মায়াকানন এলাকায় নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে ফুলি বেগম (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে মায়াকানন মসজিদের পেছনে ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে সবুজবাগ থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে রাত পৌনে ১০টার দিকে ঢামেক মর্গে পাঠায়।
ফুলি বেগমের নাতি মো. জুয়েল জানায়, তাদের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পশ্চিম নয়াপাড়া গ্রামে। সে সবুজবাগ মায়াকানন এলাকাতেই থাকতো।
সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) আসলাম আলী জানায়, মৃত নারীর বাসা সবুজবাগ মায়াকানন এলাকায়। সে বিভিন্ন বাসায় বুয়ার কাজ করতো। বিকেলে ওই নারী বাসা থেকে কাজের উদ্দেশে বের হয়। এক পর্যায়ে সে মসজিদের পেছন দিয়ে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে কয়েকটি ইট তার মাথায় পড়ে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম