Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের ৫ম মৃত্যু বার্ষিকী পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২১ ২০:৩০ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ ২২:১৪

কুড়িগ্রাম: জেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৫ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে শোক র‌্যালিসহ তার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় জেলা প্রশাসন, কলেজ প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠন সৈয়দ শামসুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে। পরে নিরবতা পালন দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রেজাউল করিম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব নিলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লবসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা অতিদ্রুত সময়ের মধ্যে সৈয়দ হকের সমাধিকে ঘিরে সাংস্কৃতিক বলয় নির্মাণের দাবি জানান।

সারাবাংলা/এনএস

৫ম মৃত্যু বার্ষিকী সৈয়দ শামসুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর