Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৫

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা-জীবননগর সড়কে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আছড়ে পড়ে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম সোহান (২০)। সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সোহান সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের নতুন পাড়ার শহিদুল ইসলামের ছেলে। সে দর্শনার একটি ওয়ার্কশপের মিস্ত্রি ছিল। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মোহাম্মদ মহসীন জানান, ঘটনার আগে সোহান দুপুরের খাওযার জন্য বাড়ির উদ্দেশে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। সে দর্শনা ফিলিং স্টেশনের সামনে রাস্তার ওপরেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে মারাত্মক জখম হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডা. মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে নেওয়ার আগেই সোহানের মৃত্যু হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এনএস

মোটরসাইকেল দুর্ঘটনা যুবক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর