Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফেসবুকে ভুয়া আইডি খুলে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো হচ্ছে’

সারাবাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১ ১৯:১৫

চট্টগ্রাম ব্যুরো: দুর্গাপূজাকে সামনে রেখে ফেসবুকে ভুয়া আইডি খুলে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ এসেছে চট্টগ্রামের এক বিক্ষোভ সমাবেশ থেকে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ। ভোলায় সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতির মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত বলেন, ‘দুর্গাপূজাকে সামনে রেখে এবারও মাথাচাড়া দিয়ে উঠেছে সাম্প্রদায়িক গোষ্ঠী। ইতোমধ্যে বিভিন্ন জেলায় প্রতিমা ভাংচুর ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে লুটপাটের ঘটনা ঘটেছে। ফেসবুকে ভুয়া আইডি খুলে আপত্তিকর ধর্মীয় পোস্ট দিয়ে হিন্দুদের বাড়িঘর, মঠ-মন্দিরে হামলার পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সাম্প্রদায়িক সন্ত্রাস চালিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা শুরু হয়েছে। ভোলায় এই পরিস্থিতি তৈরি করে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। আমরা সরকারকে এসব বিষয়ে সতর্ক অবস্থান নেওয়ার দাবি জানাচ্ছি।’

যুব ঐক্য পরিষদ-চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক রুবেল পালের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- নিতাই প্রসাদ ঘোষ, অসীম কুমার দেব, বিপুল কান্তি দত্ত, বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, শিপুল দে, রিমন মহুরী, কাজল শীল, আশীষ শীল, নিউটন সরকার, রাজীব দাশগুপ্ত, লিংকন চক্রবর্তী, সুভাষ চৌধুরী টাংকু, সুজন তালুকদার, প্রদীপ গুহ, অরুণ বিকাশ চৌধুরী, রণজিৎ শীল।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে-কে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

সারাবাংলা/আরডি/পিটিএম

ফেসবুক ভুয়া আইডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর