Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ হাজার স্বেচ্ছাসেবী পেল কারিতাসের দুর্যোগ মোকাবেলার সামগ্রী

সারাবাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩৬

চট্টগ্রাম ব্যুরো: পার্বত্য জেলা বান্দরবানে রেড ক্রিসেন্ট সোসাইটির দুই হাজার ১৪৫ জন স্বেচ্ছাসেবীকে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস-বাংলাদেশ। ইউএসএইড’র অর্থায়নে সক্ষমতা প্রকল্পের আওতায় কারিতাস স্বেচ্ছাসেবীদের ব্যক্তিগত সুরক্ষা, অনুসন্ধান ও উদ্ধারের জন্য প্রয়োজনীয় সামগ্রী দিয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বান্দরবানের রাজার মাঠ সংলগ্ন মিলনায়তনে হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, সিভিল সার্জন ড. অংশৈ প্রু, কারিতাস-বাংলাদেশের আঞ্চলিক পরিচালক রিমি সুবাস দাশ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় কার্যালয় উপ-পরিচালক শামসুল ইসলাম, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, বান্দরবান সদর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী, কারিতাস বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান আলেকজেন্ডার ত্রিপুরা, বেসরকারি সংস্থা বিএনকেএস-এর নির্বাহী পরিচালক হ্লা সিং নু।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বান্দরবান সদর, লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলার ১২০ জন যুব স্বেচ্ছাসেবকের পাশাপাশি ১৫টি ইউনিয়নের ১২০ ওয়ার্ডে কমিউনিটি পর্যায়ের দুই হাজার ২৫ জন স্বেচ্ছাসেবীকে দুর্যোগ ঝুঁকি মোকাবিলার সরঞ্জাম দেওয়া হয়েছে। এতে আছে- ১৯ ধরনের ৮ হাজার ৯৩৬টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং সন্ধান ও উদ্ধার সরঞ্জাম।

সারাবাংলা/আরডি/এনএস

কারিতাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর