ভোকেশনাল শিক্ষাক্রমকে মানসম্পন্ন ও কর্মমুখী করার উদ্যোগ
২৭ সেপ্টেম্বর ২০২১ ১৩:০৫ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৮:২১
ঢাকা: ভোকেশনাল শিক্ষাক্রমকে মানসম্মত করার উদ্যোগ নিয়েছে সরকার। এসএসসি ও দাখিল ভোকেশনালে অধ্যয়নরত শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকারি ৬৪টি টিএসসিতে চলমান ট্রেড ও ১০০ টিএসসি প্রকল্পের জন্য প্রস্তাবিত ট্রেড পুনর্বিন্যাস করা হয়েছে। এর ফলে শিক্ষাক্রম আরো দক্ষতানির্ভর হবে এবং শিক্ষার্থীরা দ্বৈত সনদায়নের সুযোগ লাভ করবে।
প্রতিষ্ঠানগুলোর ট্রেডগুলোকে ১০টি সাধারণ ট্রেডে পুনর্বিন্যাস করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। সোমবার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে প্রস্তাবিত প্রতিষ্ঠানগুলোর জন্য যে ১০টি কমন ট্রেড নির্ধারণ করা হয়েছে সেগুলো হলো— জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশন, প্লামবিং অ্যান্ড পাইপ ফিটিং, জেনারেল ইলেকট্রনিক্স, অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিক বেসিকস, সিভিল কন্সট্রাকশন অ্যান্ড সেফটি, মেশিন অপারেশন বেসিকস, অ্যাপারাল ম্যানুফ্যাকচারিং বেসিকস ও আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিকস।
তবে ফার্ম মেশিনারি, পোলট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং এবং ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং ট্রেডগুলো প্রস্তাবিত ১০টি ট্রেডের অতিরিক্ত হিসেবে সরকারি ৬৪টি টিএসসিতে চাহিদা ও প্রয়োজনের নিরিখে চালু থাকবে।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে পুনর্বিন্যাস করা কোর্সগুলোর বিষয়ে অনুসরণীয় কার্যক্রম নিয়ে আরও বলা হয়েছে— ট্রেডগুলোর জন্য নতুনভাবে ন্যাশনাল ট্রেনিং অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওর্য়াক (এনটিভিকিউএফ) দক্ষতা অর্জন উপযোগী পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক তৈরির উদ্যোগ নিতে হবে; সরকারি টিএসসিগুলোর এসএসসি ভোকেশনালের জন্য এনটিভিকিউএফ লেভেল-৩ শিক্ষাক্রম ও নম্বর নির্ধারণ করতে হবে; বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ক্ষেত্রে এসএসসি ও দাখিল ভোকেশনালের জন্য এনটিভিকিউএফ লেভেল-২ অর্জন উপযোগী বিষয় ও নম্বর নির্ধারণ করতে হবে।
এজন্য সংশ্লিষ্ট দফতর ও প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
সারাবাংলা/টিএস/টিআর