Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফেরা ৩ নারীর একজনের আর্থসামাজিক অবস্থার অবনতি হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৪

ঢাকা: মহামারি করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশ থেকে ফিরে আসা ৬০ শতাংশ প্রবাসী নারী শ্রমিক বর্তমানে কর্মহীন বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)। এক প্রতিবেদনে সংস্থাটি বলছে, দেশে ফেরা প্রতি তিন জন নারীর একজনের আর্থসামাজিক অবস্থার অবনতি হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সংস্থাটির এক গবেষণা প্রতিবেদন এ চিত্র তুলে ধরা হয়েছে। দেশের তিনটি জেলার ১২টি উপজেলা থেকে সংগ্রহ করা তথ্য-উপাত্ত থেকে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিলস জানিয়েছে, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যশোর, ফরিদপুর ও চট্টগ্রাম— এই তিনটি জেলার চারটি করে উপজেলায় গবেষণা চালানো হয়।

বিলসের উপপরিচালক মনিরুল ইসলাম বলেন, সরকারিভাবে সারাদেশে বিদেশ থেকে ফিরে আসা প্রবাসী নারী শ্রমিকদের কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। করোনাকালে প্রতি মাসে ২০০ থেকে ৩০০ নারী শ্রমিক দেশে ফিরে এসেছেন।

তিনি বলেন, গবেষণায় অংশ নেওয়া ৩৮ শতাংশ নারী অভিযোগ করেছেন— বিদেশে যাওয়ার পরে তারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়াও ৫২ শতাংশ নারী জানিয়েছেন, তাদের কাজে বাধ্য করা হয়েছে। অনেক নারী শ্রমিক বিদেশে যাওয়ার পরে কারাভোগও করেছেন।

বিলসের নির্বাহী পরিষদের সদস্য শাকিল আক্তার চৌধুরী বলেন, নারী শ্রমিকদের বিদেশে পাঠানোর আগে যথাযথ তথ্য ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় না। এতে করে তাদের প্রত্যাশা ও নিয়োগদাতা দেশ থেকে পাওয়া সুবিধার মধ্যে সমন্বয় হয় না।

সারাবাংলা/জিএস/টিআর

আর্থসামাজিক অবস্থা টপ নিউজ দেশে ফেরা নারী বিলস

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর