Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুঁড়া দুধ আমদানিতে গুণগতমান নিশ্চিতের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৫ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ ০০:২২

ঢাকা: গুঁড়া দুধ আমদানি করার ক্ষেত্রে দুধের গুণগতমান নিশ্চিত করার তাগিদ দিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটি। সেইসঙ্গে গুঁড়া দুধ উৎপাদনে বিদেশিদের উপর নির্ভরতা কমানোর জন্য সমবায় ভিত্তিতে বাড়ি বাড়ি গরুর খামার স্থাপনের সুপারিশ করা হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, মসিউর রহমান রাঙ্গা, শেখ আফিল উদ্দিন, রেবেকা মমিন ও আব্দুস সালাম মুর্শেদী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কমিটি সূত্র জানায়, খামারিদের কথা বিবেচনায় এনে তাদের কাছ থেকে দুধ সংগ্রহের ক্ষেত্রে আগের দামের চেয়ে বেশি মূল্যে কেনা যায় কি না সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে সমবায় অধিদফতরের নিবন্ধনকৃত অকার্যকর সমবায় সমিতি এবং যেসব সমবায় সমিতি নিয়মিত অডিট সম্পন্ন করছে না বা অব্যবস্থাপনা পরিলক্ষিত হচ্ছে, সেসব সমবায় সমিতির তালিকা পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিতের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। সেখানে বলা হয়, পুকুর খনন পুকুর পুনঃখনন এবং বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারে জনগণকে ব্যাপক উৎসাহিত করার হচ্ছে। শহরাঞ্চালে যেসব এলাকায় ভূ-উপরিস্থ পানি ব্যবহার করা যায়, ওইসব এলাকার পানি বিশেষ করে নদীর পানি পরিশোধন করে সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ‘আমার গ্রাম ও আমার শহর’ বাস্তবায়নে ইউনিয়ন পরিষদকে ক্ষমতায়নের বিষয়ে ইতিমধ্যে কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় একটি সমীক্ষা সম্পাদন করা হয়েছে বলেও জানানো হয় বৈঠকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

আমদানি গুড়া দুধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর