প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে ৭৫ লাখ ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা
২৬ সেপ্টেম্বর ২০২১ ২০:০৯ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ২৩:২৫
ঢাকা: ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। এ দিনেই দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ৭৫ লাখ মানুষকে ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদফতর। সেইসঙ্গে নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমও চলবে। এই কার্যক্রমে আরও পাঁচ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়ার আশা করছে স্বাস্থ্য অধিদফতর। সব মিলিয়ে ২৮ সেপ্টেম্বর ৮০ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য অধিদফতর।
রোববার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। তার জন্মদিনেই এই টিকাদান কর্মসূচি শুরু হবে। আপাতত একদিনের জন্য এই ক্যাম্পেইন চলবে। সকাল ৯টা থেকে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হবে। প্রথম দুই ঘণ্টায় বয়স্কদের প্রাধান্য দিয়ে ভ্যাকসিন দেওয়া হবে। লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।’
তিনি বলেন, ‘বর্তমানে নিয়মিত কর্মসূচিতেও প্রতিদিন ছয় লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়ার টার্গেট ধরা হয়েছে। প্রয়োজনে একাধিক শিফটে ভ্যাকসিন দেওয়া হবে।’
এ দিকে স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ৭৫ লাখ ডোজ ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা করা হয়েছে। এর পাশাপাশি নিয়মিত ভ্যাকসিন কর্মসূচির আওতায় পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হবে। সব মিলিয়ে ৮০ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটি সূত্রে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর ভ্যাকসিন প্রয়োগের জন্য নিয়মিত কেন্দ্রের পাশাপাশি চার হাজার ৬০০ ইউনিয়ন পরিষদের প্রতিটিতে বসবে তিনটি করে বুথ। প্রতি পৌরসভায় একটি আর সিটি করপোরেশন এলাকায় বসবে ১৩০০ কেন্দ্র। সব মিলিয়ে ১৬ হাজার ১৫৪ কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার জন্য ৮০ হাজার কর্মী নিয়োজিত থাকবে।
সারাবাংলা/এসবি/পিটিএম