Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রেতাবেশে দোকানে চুরি, চুরির টাকায় এলইডি টিভি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৮

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে ক্রেতার বেশে দোকানে ঢুকে আড়াই লাখ টাকা চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর নগরীর আকবর শাহ থানার পশ্চিম ফিরোজশাহ এলাকায় জনৈক একরামুল করিমের রকমারি সামগ্রীর দোকানে চুরির ঘটনা ঘটে। অভিযোগ পাবার পর শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত থেকে রোববার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার ছয়জন হলেন মোহাম্মদ আলমগীর (২৭), মনজুর আলম (২৫), মোহাম্মদ লিটন (২৬), মো. শওকত (২৬), আব্দুস শুকুর মানিক (২৬) ও মো. ছগির (৫২)।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন সারাবাংলাকে বলেন, ’১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ৪ জন একরামুল করিমের দোকানে ক্রেতাবেশে যায়। তিনি তখনমাত্র দোকান খুলছিলেন। দু’জন খেলনা কেনার অজুহাতে তাকে ব্যস্ত রেখে একজন দোকানির পেছনে রাখা একটি ছোট ব্যাগ নিয়ে চলে যায়। পরে বাকি তিনজনও আস্তে আস্তে সটকে পড়ে। ব্যাগটিতে নগদ ২ লাখ ৪০ হাজার টাকা ও একটি চেকবই ছিল।’

১৯ সেপ্টেম্বর মামলা দায়েরের তথ্য দিয়ে ওসি জহির আরও বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই দোকানে যাওয়া চারজনকে শনাক্ত করি। এরপর তাদের অবস্থান চিহ্নিত করে একরাতের অভিযানে ওই চারজনসহ মোট ছয়জনকে গ্রেফতার করি। সবাই একরামুলের দোকানে চুরির সঙ্গে সম্পৃক্ততার তথ্য স্বীকার করে। চুরির টাকা দিয়ে তারা ২টি এলইডি টিভি কিনেছে। আমরা টিভি দুইটি জব্দ করেছি।’

গ্রেফতার ছয়জনের হেফাজত থেকে চুরি করে নেওয়া নগদ ১০ হাজার ৭০০ টাকা, চুরির সময় ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশা এবং ২টি মোবাইল সেট ও ২টি এলইডি টিভি উদ্ধার করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, গ্রেফতার ছয়জন সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। এরা বিভিন্ন দোকানে ক্রেতার বেশে গিয়ে চুরি করে। এদের মধ্যে আলমগীরের বিরুদ্ধে ৯টি, মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ২টি, লিটনের বিরুদ্ধে ১টি, মানিকের বিরুদ্ধে ৪টি, শওকতের বিরুদ্ধে ২টি মামলা আছে।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম চুরির টাকা চোর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর