Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নালায় মাটি ফেলায় সিপিডিএলসহ ২ প্রতিষ্ঠানকে জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫৪

চট্টগ্রাম ব্যুরো: ভবন নির্মাণের জন্য খনন করা মাটি ফেলে নালা ভরাটের দায়ে আবাসন প্রতিষ্ঠান সিপিডিএলসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালসংলগ্ন এলাকায় সিপিডিএল আবাসন প্রকল্প ও এম জামান অ্যান্ড কোম্পানি স্থাপনা নির্মাণ কাজের জন্য মাটি খনন করছিল। সেই বালিমিশ্রিত কাদামাটি তারা নালায় ফেলার কারণে নালা ভরাট হয়ে স্বাভাবিক পানিপ্রবাহে প্রতিবন্ধকতা তৈরি হয়।

সরেজমিনে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উভয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করে।

এছাড়া হাসপাতালসংলগ্ন ফুটপাতে অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত।

সারাবাংলা/আরডি/এমও

জরিমানা নালায় মাটি সিপিডিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর