Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে নালায় পড়ে থাকা লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২১ ১৮:২৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নালা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। অসতর্কতাবশত নালায় পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) মুজাহিদুল ইসলাম জানিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি ওই এলাকায় ভাসমানভাবে ঘোরাঘুরি করতেন এবং মানসিকভাবে কিছুটা অপ্রকৃতিস্থ। সড়কে ঘোরাঘুরি করে ডাস্টবিন ও নালায় ময়লা-আবর্জনা ঘাটাঘাটি করতে তাকে লোকজন দেখতেন।

এসি মুজাহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে ছিল শুধু লুঙ্গি। তার নাম-পরিচয় কেউ জানাতে পারেনি। নালার মধ্যে উপুড় অবস্থায় তার লাশ পাওয়া গেছে। আমাদের ধারণা, নালার উপর থেকে নিচে ময়লা ঘাটাঘাটির সময় তিনি পড়ে যান। পরে আর উঠতে পারেনি। ময়লা-আবর্জনার মধ্যে দমবন্ধ হয়ে মারা যান।’

পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে সহকারী পুলিশ কমিশনার মুজাহিদুল ইসলাম জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এমও

চট্টগ্রাম লাশ উদ্ধার

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর