Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিবন্ধন করেও যারা ভ্যাকসিন পাননি এবারের গণটিকায় তাদের অগ্রাধিকার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২১ ১৮:২৪ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ২০:২৪

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়মিত ভ্যাকসিন কার্যক্রমের পাশাপাশি ২৮ সেপ্টেম্বর ফের চলবে গণটিকা কার্যক্রম। সুরক্ষা প্লাটফর্মে নিবন্ধন করেও যারা ভ্যাকসিন নিতে পারেননি তাদের এবারের ক্যাম্পেইনে অগ্রাধিকার দেওয়া হবে।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দেশের করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন কার্যক্রম নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘২৮ তারিখ সকাল থেকে গণটিকা কর্মসূচি চলবে। এবারের কর্মসূচির প্রথম দিন ৮০ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়ার টার্গেট ধরা হয়েছে। এই টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। প্রয়োজনে একাধিক শিফটে ভ্যাকসিন দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘যারা অনেকদিন আগে নিবন্ধন করেছেন কিন্তু ভ্যাকসিন পাননি, বা ভ্যাকসিনের অপেক্ষায় আছেন, তাদের অবশ্যই আমরা অগ্রাধিকার দেব।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, প্রথমদিকে নিবন্ধন একবারে অনেক হয়ে গিয়েছিল। যে কারণে আমাদের একটি জট তৈরি হয়েছিল। কোনো কোনো দিন ২০ থেকে ২৫ লাখ লোকের নিবন্ধন হয়েছে। এখন আমাদের হাতে পর্যাপ্ত ভ্যাকসিন আছে, এখন আর জট থাকবে না।’

এবারের টিকাদান কর্মসূচি গ্রামগঞ্জ পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সেখানে দরিদ্র জনগোষ্ঠী রয়েছেন, যাদের মধ্যে অনেকে বয়স্ক রয়েছেন। হার্ড টু রিচ এলাকায়- যারা সব সময় টিকাদান কেন্দ্রে আসতেও পারেন না, তাদের জন্য এবারের কর্মসূচিতে অগ্রাধিকার থাকবে।’

মন্ত্রী বলেন, ‘দেশে ভ্যাকসিন উৎপাদনের বিষয়টি চলমান আছে। বেসরকারি প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মা এ নিয়ে চীনের সঙ্গে কাজ করছে। আমি যতটুকু জানি, তাদের কাজকর্ম চলমান। তারা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে, আশা করি সেভাবেই তা বাস্তবায়ন করবে। আমাদের ভ্যাকসিনের কোনো ঘাটতি হবে না। ডিসেম্বরের মধ্যে নিজেদের কেনা এবং কোভ্যাক্স সহায়তা মিলে যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন পাব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

গণটিকা কর্মসূচি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর