Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্ধারিত সময়ের আগেই উন্নত দেশে পৌঁছে যাব: বস্ত্র ও পাটমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৩ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ১৮:২৯

ঢাকা: উন্নত দেশে পরিণত হতে যে সময় নির্ধারণ করা হয়েছে তার আগেই আমরা উন্নত দেশে পৌঁছে যাব বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক,এমপি।

রোববার ( ২৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্রের ধারাবাহিকতা ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জনপ্রতিনিধি ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এই কথা বলেন।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ত্যাগী নেতাকর্মী এবং তাদের আত্মীয়স্বজনদের স্মরণ করেন। এমনকি ত্যাগীদের সন্তানদেরও তিনি মর্যাদার আসন দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী সবসময় ত্যাগীদের সম্মান দিয়েছেন। ত্যাগীদের কারণেই আমরা ক্ষমতার স্বাদ ভোগ করছি। আর ক্ষমতা পেয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি।

বিভিন্ন প্রতিকূলতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, একসময় যখন আমরা ব্যবসা করতে গিয়েছি তখন দেখেছি বিদ্যুৎ নেই। বিদ্যুৎ ছাড়া কোনো শিল্প উন্নয়ন হয় না। বঙ্গবন্ধুকন্যা এসেই বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন করলেন। কুইক রেন্টাল করে আজকে চারিদিকে বিদ্যুৎ।

তিনি বলেন, আগে ঘনঘন লোডশেডিং হতো, এখন কোনো লোডশেডিং হয় না। আগে সন্ধ্যায় মোমবাতি,হ্যারিকেন,কেরোসিন কিনতে হতো, কিন্তু এখন আর কিছুই কিনতে হয় না। হ্যারিকেন,মোমবাতি কোথায় আছে সেটা এখন আমরা জানি না। এমনকি চারিদিকে আগে শুধু জেনারেটরের আওয়াজ শোনা যেত, কিন্তু এসবের কিছু্ই এখন নেই। এখন আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। এই কথা এখন বলাই যায় যে, চারিদিকে এখন উন্নয়ন আর উন্নয়ন।

বিজ্ঞাপন

পাটমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা রাস্তাঘাট নির্মাণ করেছেন, যার কারণে শিল্পায়ন হয়েছে। ফলে দেশে অর্থনীতি গড়ে উঠেছে। অর্থনীতির উন্নতির কারণে আমরা দেশকে উন্নত দেশে নিয়ে যেতে পেরেছি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যম আয়ের দেশে আমাদের নিয়ে গিয়েছেন। আমাদের উন্নয়নের গতি এতো বেশি, উন্নত দেশে যেতে যে সময় নির্ধারণ করা হয়েছে তার আগেই আমরা উন্নত দেশে পৌঁছে যাবো।

অনুষ্ঠানে ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি। এই জন্য হত্যা করেছিল, যেন কেউ বঙ্গবন্ধু হত্যার পর নতুন করে মুক্তিযুদ্ধের চেতনার এই বাংলাদেশকে সংগঠিত করতে না পারে। বঙ্গবন্ধু আমাদের মুক্তিযোদ্ধার চেতনার প্রতীক। বঙ্গবন্ধু স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতীক। এমনকি বঙ্গবন্ধুর পরে তারা জাতীয় ৪ নেতাকেও হত্যা করেছিল।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি ।

সারাবাংলা/এসজে/এসএসএ

বস্ত্র ও পাটমন্ত্রী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর