Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় সেরা পেমেন্ট গ্রহণকারী প্রকাশনীকে পুরস্কৃত করল বিকাশ

সারাবাংলা ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:০০

ঢাকা: একুশে বইমেলায় বিকাশ পেমেন্টের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক বই বিক্রি করায় দেশের ৩টি প্রকাশনীকে পুরস্কৃত করেছে বিকাশ। তিন ক্যাটাগরিতে তাম্রলিপি, বাতিঘর এবং অমরাবতী প্রকাশনীকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

প্যাভিলিয়ন ক্যাটাগরিতে বিকাশের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট গ্রহণ করে প্রথম পুরস্কার আইফোন জিতে নেয় তাম্রলিপি। আর ভিন্ন দু’টি স্টল ক্যাটাগরিতে বাতিঘর ও অমরাবতী জিতে নেয় স্যামসাং মোবাইল ফোন।

বিজ্ঞাপন

সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে তাম্রলিপির প্রকাশক এ কে এম তারিকুল ইসলাম রনি, বাতিঘরের স্বত্বাধিকারী দীপংকর দাশ এবং অমরাবতী প্রকাশনীর প্রকাশক এম এ মতিন এর হাতে পুরস্কার তুলে দেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ। এ সময়ে বিকাশের হেড অফ মার্চেন্ট বিজনেস মোহাম্মদ ইরফানুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার সিরাজুল মাওলা এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি মিলনকান্তি নাথ উপস্থিত ছিলেন।

বই মেলায় প্রকাশকদের ডিজিটাল পেমেন্টে উৎসাহিত করতে এই আয়োজন করে দেশের সবচেয়ে বড় এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

বাংলা একাডেমি আয়োজিত বই মেলার সঙ্গে বিকাশের সম্পৃক্ততা দীর্ঘ দিনের। বই কিনতে উৎসাহিত করতে গত আট বছর ধরে বইমেলায় ক্যাশব্যাকও দিয়ে আসছে বিকাশ। এছাড়া গত চার বছর ধরে মূল পৃষ্ঠপোষক হিসেবেও বাংলা একাডেমি বই মেলার সঙ্গে সম্পৃক্ত আছে এমএফএস প্রতিষ্ঠানটি।

পাশাপাশি, গত দুই বছর ধরে বাংলা একাডেমির বইমেলায় আসা পাঠক-লেখক-দর্শনার্থীদের কাছ থেকে বই সংগ্রহ করছে বিকাশ। সংগৃহীত বইয়ের সঙ্গে বিকাশের নিজেদের দেওয়া বইগুলো মিলিয়ে এ পর্যন্ত ২২ হাজার ৫০০ বই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগের লাইব্রেরিতে বিতরণ করেছে বিকাশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

বিকাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর