Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২১ ১৪:০৬

সুনামগঞ্জ: ছাতকের ভাতগাও ইউনিয়নের জহিরপুর গ্রামে ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরও ১২ জন। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত খসরু মিয়া (৪০) জহিরপুর গ্রামের আলতাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাতগাও ইউনিয়নের জহিরপুর গ্রামে মজু মিয়া ও নিহত খসরু মিয়া আপন চাচাতো ভাই। বাড়ি পাশেই ডোবার দখল ও মাছ ধরা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। শনিবার রাতে মাছ ধরাকে কেন্দ্র করে তাদের দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় খসরু মিয়াসহ ১৩ জন আহত হলে তাদের সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। রোববার ভোরে খসরু চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ছাতক থানার ওসি নাজিম উদ্দীন বলেন, মাছ ধরা নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর