দুবাইগামীদের ইমিগ্রেশনের জন্য ৪ নির্দেশনা
২৬ সেপ্টেম্বর ২০২১ ০০:০৭
ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশে যেতে ইচ্ছুক বাংলাদেশের যাত্রীদের বহির্গমন ইমিগ্রেশনের জন্য চারটি নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ভিজিট (ভ্রমণ) ভিসা নিয়ে কেউ কাজের উদ্দেশে দুবাই যাওয়ার জন্য বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে আসলে তাদের ইমিগ্রেশন করা হবে না।
পুলিশের অতিরিক্ত আইজিপি’র (এসবি) নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত ডিআইজি (ইমিগ্রেশন) এই চারটি নির্দেশনা দিয়েছেন বলে জানানো হয়েছে এক চিঠিতে। ২২ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ‘গ’ পালা’র সহকারী পুলিশ সুপার (ইমিগ্রেশন) সালেহ মুহম্মদ জাকারিয়ার সই করা এক চিঠিতে এই চার নির্দেশনার বিষয়ে জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, পুলিশের ঢাকা জোনের অতিরিক্ত আইজিপি’র (এসবি) নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত ডিআইজি (ইমিগ্রেশন) নির্দেশনা দেন যে, ২২ সেপ্টেম্বর থেকে দুবাইগামী যে সকল বাংলাদেশি যাত্রী ইমিগ্রেশন বহির্গমন সম্পন্ন করার জন্য টার্মিনালে আসবেন তাদের ক্ষেত্রে নিম্ম বর্ণিত নির্দেশনাগুলো অবশ্যই প্রতিপালন করতে হবে।
১. ভ্রমণ ভিসা নিয়ে কাজের উদ্দেশে যে সকল বাংলাদেশি যাত্রীরা দুবাই যাওয়ার জন্য বহির্গমন টার্মিনালে আসবেন সে সব যাত্রীদের বহির্গমন ইমিগ্রেশন সম্পন্ন করা যাবে না।
২. শুধুমাত্র প্রকৃত ভ্রমণকারীদের ক্ষেত্রে ভ্রমণ ভিসা দিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করা হবে। বিশিষ্ট ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও কর্মচারী, সংসদ সদস্য (এমপি), মন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ ও পেশাজীবীরা প্রকৃত ভ্রমণকারী হিসেবে উল্লেখ করা হয়েছে চিঠিতে।
৩. যেসব যাত্রী ইতোপূর্বে দুবাই কাজের ভিসা নিয়ে বা রেসিডেন্ট পারমিট নিয়ে অবস্থান করছিল তারা ইমিগ্রেশনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তাদের ইমিগ্রেশন সম্পন্ন করা যেতে পারে।
৪. যাদের বৈধ রেসিডেন্স ভিসা বা কাজের ভিসা (বিএমইটি কার্ড) আছে তাদের বহির্গমনের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।
পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত এই চারটি নির্দেশনা কার্যকর থাকবে বলে জানানো হয় চিঠিতে। এছাড়া চিঠিতে টার্মিনাল ইনচার্জ ও সিলিং অফিসারসহ সকলকে অবগত করে এই নির্দেশনাগুলো পালন করার জন্য বলা হয়। এই নির্দেশনার কোনো ব্যত্যয় হলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় চিঠিতে।
সারাবাংলা/এসবি/পিটিএম