Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলা আ.লীগে পেলেন পদ, শিক্ষার্থীদের দাঁড় করিয়ে নিলেন সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২১ ২১:২৯ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ১০:১৩

জয়পুরহাট: গোলাম মাহফুজ চৌধুরী অবসর, তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আক্কেলপুর পৌরসভার মেয়র ছিলেন। এবার তিনি জয়পুরহাট জেলা আওয়ামী লীগের ‘যুগ্ম সাধারণ সম্পাদক’ পদ পেয়েছেন। তাই শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীদের রাস্তারদাঁড় করিয়ে সংবর্ধনা নিয়েছেন তিনি!

দু’টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা দেওয়া হয়। প্রতিষ্ঠান দু’টি হচ্ছে সোনামুখী উচ্চ বিদ্যালয় এবং আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজ।

বিজ্ঞাপন

আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজে গিয়ে দেখা গেছে, দুপুর ১২টার আগে থেকে কলেজের মেইন গেট থেকে ভেতরে প্রশাসনিক ভবন পর্যন্ত দুই পাশে রোদের মধ্যে শিক্ষার্থীরা হাতে ফুলের ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এরপর গোলাম মাহফুজ চৌধুরী অবসর তার প্রাইভেট কার থেকে নামেন। তখন কলেজের গেটে কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে।

গেট থেকে দুই পাশে লাইন হয়ে দাঁড়িয়ে থাকা ওই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দিয়ে গোলাম মাহফুজ চৌধুরী কলেজের অধ্যক্ষকে সঙ্গে নিয়ে হেঁটে যান। তখন শিক্ষার্থীরা তাদের ওপর উপর ফুলের পাপড়ি ছিটিয়ে দিতে থাকেন। তখন অবসর হাত নেড়ে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পরে আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের হলরুমে গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে সংবর্ধনার ব্যানার টাঙ্গিয়ে শিক্ষার্থীদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওই কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান। এরপর একইভাবে সোনামুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে সংবর্ধনা ব্যানার টাঙ্গিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানেও সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আব্দুর রহমান।

বিজ্ঞাপন

সোনামুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন, ‘গোলাম মাহফুজ চৌধুরী অবসর এই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি। তাই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দিয়েছি।’

আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ আবিদা সুলতানা কুইন বলেন, ‘গোলাম মাহফুজ চৌধুরীকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।’ এই কলেজের কোনো পদে তিনি নেই, কি কারণে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে জানতে চাইলে, সহকারী অধ্যক্ষ কোনো মন্তব্য করেননি।

আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মকবুল হোসেন বলেন, ‘দোষ শিক্ষা প্রতিষ্ঠানের নয়, দোষ নেতার। এটা তো করেছে নেতা। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। শিক্ষার্থীদের রাস্তায় লাইনে দাঁড় করিয়ে কোন নেতা, এমপি, মন্ত্রী ফুলের এই ধরনের শুভেচ্ছা নিতে পারবে না।’

তবে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর বলেন, ‘শনিবার দুপুরে আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজ এবং সোনামুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা আমাকে সংবর্ধনা দিয়েছেন। বিকেলে সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাফরপুরে আমাকে সংবর্ধনা দেওয়া হবে।’

জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, ‘এই ধরনের অনুষ্ঠান করার কোনো সুযোগ নেই। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখি। এরকম যদি কোনো প্রতিষ্ঠান করে এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে যদি অভিযোগ আসে নিশ্চয় আমরা এটা ক্ষতিয়ে দেখে তদন্ত করে ব্যবস্থা নেবো।’

সারাবাংলা/এমও

আ.লীগ আওয়ামী লীগ গোলাম মাহফুজ চৌধুরী জয়পুরহাট সংবর্ধনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর