‘ইভ্যালির অনিয়ম আগেই ধরেছিলাম, তখন মিডিয়া কাভারেজ পাইনি’
২৫ সেপ্টেম্বর ২০২১ ১৪:৫৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৪
ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণার বিষয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম বলেছেন, ইভ্যালি ‘ঈদ ধামাকা’ অফারের নামে কমমূল্যে পণ্য বিক্রির অফার দেওয়া হয়েছিল। আমরা এ বিষয়ে শুনানি করি এবং ধামাকা অফার বন্ধ করি। কিন্তু সেটি ওই সময় মিডিয়া কাভারেজ পায়নি।
শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘গ্রাহক স্বার্থ রক্ষায় মোবাইল ব্যাংকিং সেবায় এসএমপি বাস্তবায়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান বলেন, ‘ইভ্যালির প্রতারণার বিষয়ে প্রতিযোগিতা কমিশন আগেই কাজ শুরু করেছিল। ইভ্যালি নিয়ে অনেকেই এখন কথা বলছেন। তারা অসম্ভব সব বিজ্ঞাপন দিয়ে হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রি করেছে। এ বিষয়ে শুনানি করলাম। শুনানি শেষে ইভ্যালির কাছে তথ্য চেয়ে চিঠি দিলাম।’
মো. মফিজুল ইসলাম বলেন, ‘চিঠির জবাবে তারা কিছু তথ্য দিলো, কিছু দিলো না। এরপর আমরা তাদের ধামাকা অফার বন্ধ করি। কিন্তু সেভাবে মিডিয়া কাভারেজ হলো না। সেদিন ওই ঘটনায় মিডিয়া কাভারেজ হলে আজ পর্যন্ত হয়ত অনেকেই সচেতন হতে পারতেন।’
ইভ্যালির অনিয়ম বিষয়ে প্রতিযোগিতা কমিশনের তদন্ত শেষ পর্যায়ে বলেও এ সময় জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।
এ বিষয়ে প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান সারাবাংলাকে বলেন, ‘আমরা ২০২০ সালে ইভ্যালির বিরুদ্ধে মামলা করি। তাদের অনিয়মের বিরুদ্ধে আমরা আগেই কাজ শুরু করি। এমনকি তাদের পণ্য বিক্রির একটি অফারও আমরা বন্ধ করে দিয়েছিলাম।’
সারাবাংলা/জিএস/একে