Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি বছরেই ঢাকা শহরে ফাইভ-জি: বিটিআরসি চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২১ ১৪:০৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২১ ১৪:৩৩

ঢাকা: প্রথম পর্যায়ে চলতি বছরেই ঢাকা শহরে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা (ফাইভ-জি) চালু হবে। সেবাটি চালু করবে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক। পরের বছর ২০২২ সালে বেসরকারি সব অপারেটর ফাইভ জি চালু করবে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘ফাইভজি: ইকোসিস্টেম ইন বাংলাদেশ অ্যান্ড আপকামিং টেকনোলজিস’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার এসব কথা জানান।

বিজ্ঞাপন

টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সমীর কুমার দে। অনুষ্ঠানে সংযুক্ত আছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ভার্চুয়াল এই অনুষ্ঠানে আরও সংযুক্ত ছিলেন বিটিআরসির কমিশনার এ কে এম শহীদুজ্জামান, টেলিটকের এমডি সাহাব উদ্দীন, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, বাংলালিংকের সিইও এরিক অস, রবির ভারপ্রাপ্ত সিইও রিয়াজ রশীদ, হুয়াওয়ের চিফ অপারেটিং অফিসার তাওগোয়ানজিও ও এরিকসনের কান্ট্রি ম্যানেজার আব্দুস সালাম।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, ব্রডব্যান্ড ব্যান্ডউইথ পলিসি তৈরির কাজ চলছে। ডিসেম্বরে এর প্রথম খসড়া হবে। মার্চ-এপ্রিলে পলিসটি চূড়ান্ত করা হবে। তবে তার আগে সব স্টেক হোল্ডারদের সঙ্গে বসব।

চেয়ারম্যান আরও বলেন, ফাইভ জি ব্যবস্থাপনার জন্য টেলিটকের মাধ্যমে ২০২১ সালে প্রথমে ঢাকা সিটিতে ফাইভ জি চালু হবে। এরপরে অন্যান্য অপারেটরদের নিয়ে ২০২২ সালে সারাদেশে ফাইভ জি চালু হবে।

বিটিআরসির পক্ষ থেকে আরও জানানো হয়, ফাইভ জি চালুর সব প্রক্রিয়া এগিয়ে চলছে। চলতি বছরেই ঢাকা ও ঢাকার আশপাশে টেলিটক এই সেবা চালু করবে। আর টিআরএবির পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়, ফাইভ জির জন্য আলাদা ব্রান্ডের তরঙ্গ বরাদ্দ দেওয়ার।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এএম

টপ নিউজ ফাইভ-জি

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর