Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও ক্যাম্পেইনের মাধ্যমে দেওয়া হবে এক কোটিরও বেশি ভ্যাকসিন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৬:০২ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ২২:৩১

জাহিদ মালেক, ফাইল ছবি

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে সেপ্টেম্বর মাসেই সারাদেশে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এই ক্যাম্পেইনের আওতায় এক কোটিরও বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হোটেল রেডিসন ব্লুতে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

জাহিদ মালেক বলেন, আমরা ফাইজারের ৬০ লাখ ভ্যাকসিন পাওয়ার পাশাপাশি নতুন করে আরও ৭১ লাখ ভ্যাকসিন পাব। দুই দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গতরাতে সিনোফার্মের নতুন করে ৫০ লাখ ভ্যাকসিন এসেছে, সামনে আরও আসবে। ফলে আবারও ক্যাম্পেইনের মাধ্যমে কোটি ভ্যাকসিন দেওয়া হবে।

তিনি বলেন, আমরা বড় পরিসরে ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন বাস্তবায়নের কর্মসূচি হাতে নিয়েছি। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে সারাদেশে বড় পরিসরে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এছাড়া বর্তমান ভ্যাকসিন প্রদানের কর্মসূচিও চলমান থাকবে।

বিমানবন্দরে আরটিপিসিআর পরীক্ষা বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুই থেকে তিন দিনের মধ্যে শুরু হবে।  জায়গা সংকটের কারণে ল্যাব তৈরিতে দেরি হয়েছে। গত পরশু আমরা জায়গা ঠিক করে এসেছি। বিমানবন্দর কর্তৃপক্ষকে আমরা বলেছি বিমানবন্দরের মধ্যেই জায়গা দিতে হবে। সেখানেই জায়গা রেখেছে। আজকের মধ্যেই বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের কাজ শুরু হবে। আজ সন্ধ্যা থেকেই সেখানে মেশিন বসানোর কাজ শুরু হয়ে যাবে।

তিনি আরও বলেন, বিমানবন্দরে গতকাল থেকেই একটি মোবাইল ল্যাবের মাধ্যমে পিসিআর টেস্ট করা হচ্ছে। মোবাইল ল্যাবটি বাইরে বসানো হয়েছে। আজ থেকে বেশ কয়েকটি কোম্পানি বিমানবন্দরের ভেতরে স্থাপনের কাজ শুরু করবে। আগামী ২ থেকে ৪ দিনের মধ্যেই পিসিআর পরীক্ষার কাজ শুরু হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, আমাদের জমি কমলেও ফসলের উৎপাদন বেড়েছে। তবে এখনো সবার জন্য পুষ্টি নিশ্চিত করা করা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. খলিলুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও শিক্ষা সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজসহ জেলা প্রশাসক প্রতিনিধি, জেলা পর্যায়ের সিভিল সার্জনসহ মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা।

সারাবাংলা/এসবি

ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর