Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৬

জয়পুরহাট: পৃথক ঘটনায় পাঁচবিবি ও কালাই উপজেলায় বিদুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচবিবি উপজেলার ভিমপুরে সুবোধ রায় নিজ বাড়িতে বিদ্যুতের সংযোগ মেরামত করছিলেন। অসাবধানতায় বিদ্যুতের তার ওই যুবকের শরীরে স্পর্শ করলে, বৈদ্যুতিক শকে গুরুতর আহত হন তিনি।

এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুবোধ রায় পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের তরনী কান্ত রায়ের ছেলে।

এদিকে গোলাম আজম নামে এক নির্মাণ শ্রমিক কালাই উপজেলার ঝামুটপুর গ্রামের সামিউল ইসলামের নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিলেন। এসময় নির্মাণাধীন ভবনের বৈদ্যুতিক ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ও কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এমও

২ জনের মৃত্যু জয়পুরহাট বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর