Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মজীবী মা-বাবার কাছে বেড়াতে এসে ধর্ষণের শিকার, গ্রেফতার ১

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫৯ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ১৬:০৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কর্মজীবী মা-বাবার কাছে বেড়াতে এসে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্ত পঞ্চাশোর্ধ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

নগরীর চান্দগাঁওয়ের হামিদচরে এ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে নগরীর মনসুরাবাদ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার বুলবুল উদ্দিন (৫২) চান্দগাঁও হামিদচর এলাকার একটি ভবনের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান সারাবাংলাকে জানান, ওই ভবনের এক ভাড়াটিয়া দম্পতির মধ্যে স্বামী রিকশাচালক, স্ত্রী পোশাক শ্রমিক। তাদের ১০ বছর বয়সী মেয়েটি গ্রামের বাড়িতে থাকে। কয়েকদিন আগে সে মা-বাবার কাছে বেড়াতে আসে। মা-বাবা বাসা থেকে কাজের জন্য বেরিয়ে যাওয়ার পর শিশুটিকে একা পেয়ে গত ২১ ও ২২ সেপ্টেম্বর দুই দফায় তাকে ধর্ষণ করে বুলবুল।

‘ধর্ষণের ঘটনা শিশুটি তার মা-বাবাকে জানানোর পর বুলবুল পালিয়ে যায়। শিশুটির বাবা এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে বুলবুলকে গ্রেফতার করা হয়েছে,’— বলেন ওসি।

সারাবাংলা/আরডি/টিআর

১০ বছরের শিশুকে ধর্ষণ ধর্ষণের শিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর