Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্কুলে গিয়ে করোনায় আক্রান্তের সত্যতা পাইনি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২১ ১৬:০৩

চট্টগ্রাম ব্যুরো: স্কুলে গিয়ে কোনো শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে অগ্নিযুগের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপমন্ত্রী একথা বলেন। বিপ্লবী প্রীতিলতার প্রয়াণ দিবসে আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা জানাতে যান উপমন্ত্রী নওফেল।

বিজ্ঞাপন

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নওফেল বলেন, করোনার সংক্রমণ এখন কমেছে অনেক। আমরা একটা গাইডলাইন দিয়ে দিয়েছি, একদিনের বেশি করে কেউ যেন না আসে। করোনা সংক্রমণ তারা যে ঘরে থাকলে হতো না বা স্কুলে যাওয়ার কারণে হয়েছে এটার কোনো সত্যতা এখনো পর্যন্ত নেই। তারা স্কুলে না গেলেও তো অন্যান্য জায়গায়, আত্মীয় স্বজনের বাসায়, বিনোদনের জায়গায় সবখানে যাচ্ছিলেন। সুনির্দিষ্ট কিছু জায়গায় আমরা এটা দেখেছি এটা হয়েছে। আমরা প্রিকশনের ব্যবস্থা নিয়েছি।

পাঠ্যবইয়ে বিপ্লবীদের ইতিহাস যুক্ত করা হচ্ছে জানিয়ে উপমন্ত্রী বলেন, মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে যারা ব্রিটিশবিরোধী বিপ্লবে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের যে পাঠ্যক্রম আছে অবশ্যই সেখানে, নাগরিকত্ববোধ ও ইতিহাস সচেতনতার যে অংশ আছে, সেখানে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি এগুলোকে পাঠ্যপুস্তকে আনতে। পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ এখনও শেষ হয়নি। মূল শিক্ষাক্রম অনুমোদন দেওয়া হয়েছে মাত্র। এখান সেটা পাঠ্যপুস্তকে এই পর্যায়ে এসে সব পাঠ্যপুস্তকে সংযুক্ত করব।

বিজ্ঞাপন

এসময় উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে ছিলেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি লোকমান হোসেন এবং কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি, বীরকন্য স্মৃতি সংরক্ষণ কমিটির আহ্বায়ক মহিম উদ্দিন ও সদস্য সচিব লিটন চৌধুরী রিংকু, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, যুগ্ম সম্পাদক সুজন বর্মন, সাবেক ছাত্রনেতা রাজেশ বড়ুয়া,নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন বর্মন, সদস্য আরাফাত রুবেল, পাহাড়তলী থানা ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান প্রিন্স, সাধারণ সম্পাদক ইয়াছিন আরমান, বায়েজিদ থানা ছাত্রলীগ আহবায়ক সুলতান মাহমুদ ফয়সাল, চাঁন্দগাও থানা ছাত্রলীগ সভাপতি নূর নবী সাহেদ চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিম, এমইএস কলেজ ছাত্রলীগনেতা সৈয়দ আনিসুর রহমান, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন ও আনোয়ার পলাশ, এম ইউ সোহেল, বশির উল্লাহ লিটন, মীর মুহাম্মদ রবি, তৌহিদুল হক কায়সার, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের আব্দুল্লাহ আল সাইমুন, মোহাম্মদ হোসাইন চৌধুরী ছিলেন।

প্রীতিলতার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহসীন কলেজ ছাত্রলীগ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ, চান্দগাঁওসহ বিভিন্ন থানা ছাত্রলীগ, চট্টগ্রাম বিপ্লব ও বিপ্লবী স্মৃতি সংরক্ষণ পরিষদ এবং বীরকন্য স্মৃতি সংরক্ষণ কমিটি।

সারাবাংলা/আরডি/এসএসএ

টপ নিউজ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর