Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনসংযোগ সংস্থা ‘টিম জায়ান ৩৯০’ এর যাত্রা শুরু

সারাবাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২১ ১৪:০৭

ভার্চুয়ালি যাত্রা শুরু করল জনসংযোগ সংস্থা ‘টিম জায়ান ৩৯০’। ‘টিম জায়ান ৩৯০’ নামে একটি পেজ চালুর মধ্য দিয়ে এগিয়ে চলা শুরু করেছে জনসংযোগ ও যোগাযোগে দক্ষ এই সংস্থাটি।

টিম জায়ান ৩৯০ এর পক্ষ থেকে বলা হয়, দেশের শীর্ষস্থানীয় প্রধান ধারার সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি, ইন্টারভিউ, ফিচার, মতামত, প্রতিবেদন তৈরি ও প্রকাশে সকাল প্রকার কারিগরি সেবা পাবেন সেবাগ্রহীতারা। এসব সেবার পাশাপাশি সাংবাদিক সম্মেলন, গণমাধ্যম সংক্রান্ত আলোচনাসভা, সেমিনার আয়োজনের প্রয়োজনীয় সেবাও দিবে নতুন শুরু করা এই প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

এছাড়া খুব সীমিত পরিসরে প্রাসঙ্গিক অডিও ও ভিডিও কনটেন্ট তৈরির সেবাও পাওয়া যাবে। গুণমানের সেবা দিতে গণমাধ্যম ও যোগাযোগ সেক্টরে কাজ করা একাধিক অভিজ্ঞ কনসালটেন্টরা কাজ করবেন।

আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগে বাংলা ক্যাট, নাভানা গ্রুপ, বার্গার কিং, গ্লোরিয়া জিন্স, সাবারো বাংলাদেশ, ই-যোগাযোগ, পিকওর্য়াডের মতো জনপ্রিয় প্রতিষ্ঠানকে জনসংযোগের সেবা দিয়েছে এই সংস্থা।

সারাবাংলা/এএম

টিম জায়ান ৩৯০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর