লড়াই-সংগ্রামে বিপ্লবীদের অনুসরণের আহ্বান নওফেলের
২৪ সেপ্টেম্বর ২০২১ ১৩:০৯ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ১৩:৫৭
চট্টগ্রাম ব্যুরো: ব্রিটিশবিরোধী বিপ্লবীদের অনুসরণ করে অপরাজনীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই-সংগ্রামের জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে নগরীর পাহাড়তলী এলাকায় অগ্নিযুগের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ বইয়ে ব্রিটিশবিরোধী বিপ্লবীদের কথা লিখে গেছেন। তিনি লিখেছেন, বিপ্লবীদের জীবনী থেকে তিনি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের অনুপ্রেরণা ও শক্তি পেয়েছেন।”
উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বিপ্লবীদের জীবনী পাঠ করুন। তাদের স্মৃতি আমাদের ধরে রাখতে হবে। আগামী দিনে অপরাজনীতি এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বিপ্লবীদের জীবনাদর্শ অনুসরণ করে আমাদের লড়াই-সংগ্রাম করতে হবে। সূর্যসেন, প্রীতিলতাসহ যারা সেদিন যুব বিদ্রোহে অংশ নিয়েছিলেন তাদের সম্পর্কে আমরা জানব এবং তাদের স্মৃতি ধরে রাখব। বিশেষ দিনের পাশাপাশি সবসময় আমরা তাদের স্মরণ করব। যারা অপরাজনীতি, অপপ্রচার করে সেটার জবাব দিতে বিপ্লবীদের জীবনী থেকে আমরা শিক্ষা নেব।’
নওফেল আরও বলেন, ‘একসময় আমরা দেখেছি আওয়ামী লীগের নেতা পুলিন দে, আতাউর রহমান খান কায়সার, এম এ মান্নান দেখেছি, বিপ্লবীদদের জন্ম ও মৃত্যুদিবসে জে এম সেন হলে গিয়ে তাদের আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা জানাতেন। সেখানে আমাদের দলের শত, শত নেতাকর্মী অংশ নিতেন। আওয়ামী লীগ দীর্ঘসময় ধরে বিপ্লবীদের শ্রদ্ধা জানিয়ে এসেছে। আমরা আবারও সেই ঐতিহ্য ফিরিয়ে আনব।’
রেল শ্রমিকদের উদ্দেশে নওফেল বলেন, ‘রেলওয়ের জায়গায় বিপ্লবীদের স্মৃতিগুলো যেন সংরক্ষিত থাকে, সে বিষয়ে আপনারা সজাগ থাকবেন। রেলের অনেক জায়গা লিজ দেওয়া হচ্ছে। কিন্তু যেখানে বিপ্লবীদের স্মৃতি আছে, সেটা যেন সংরক্ষণ করা হয় সেটি রেলমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে। ইউরোপিয়ান ক্লাবে যেন একটি লাইব্রেরি বা স্থায়ী কিছু হয়, বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিরক্ষার্থে, আমি রেল কর্তৃপক্ষকে বিষয়টি অবশ্যই বিবেচনায় নিতে বলব।’
১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর তাৎক্ষণিকভাবে পটাশিয়াম সায়ানাইড খেয়ে তিনি মৃত্যুবরণ করেন।
প্রীতিলতার প্রয়াণ দিবস স্মরণে পাহাড়তলীতে এই বিপ্লবীর আবক্ষ ভাস্কর্যে শিক্ষা উপমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ছাত্রলীগ, যুবলীগ ও রেলওয়ে শ্রমিক লীগের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, সাবেক ছাত্রলীগ নেতা শিবুপ্রসাদ চৌধুরী, যুবলীগ নেতা নুরুল আজিম রনি, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন ও আনোয়ার পলাশ ছিলেন।
সারাবাংলা/আরডি/টিআর
টপ নিউজ প্রীতিলতা ওয়াদ্দেদার মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা উপমন্ত্রী