ফেসবুকে হতাশার পোস্ট, অতঃপর রাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
রাবি করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২১ ১২:২৬ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ১২:২৯
২৪ সেপ্টেম্বর ২০২১ ১২:২৬ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ১২:২৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইমরুল কায়েস নামে এক শিক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোরে তার লাশ উদ্ধার করা হয়েছে।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক এ খবর নিশ্চিত করেছেন। এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ইমরুল কায়েস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামে। বাবা শহীদুল্লাহ ও মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিন ভাই বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন তিনি।
সহপাঠীদের মাধ্যমে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইমরুলের টাইমলাইনে কয়েকদিন ধরে হতাশা আর আত্মহত্যা নিয়ে পোস্ট করতে দেখা যাচ্ছিল।
সারাবাংলা/এএম