Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড সত্ত্বেও অর্থনীতির চাকা সচল রেখেছে সরকার: স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২১ ২১:৪৫ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ২৩:৩১

ফাইল ছবি

ঢাকা: দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আর সে কারণেই সরকার বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের অভিঘাত সত্ত্বেও অর্থনীতির চাকা সচল রাখতে সর্বোচ্চ প্রয়াস চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) নিজ সংসদীয় আসন রংপুর-৬-এর অধীন পীরগঞ্জ উপজেলাবাসীর উদ্যোগে পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ কথা বলেন। এসময় স্পিকার আরও বলেন, জনগণের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। উপজেলার সব ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সাধারণ জনগণের সঙ্গেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সবাই তাদের সমস্যার কথা তুলে ধরলে দ্রুততম সময়ে সমস্যা সমাধানের আশাবাদ স্পিকার জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, চাল ও অন্যান্য পণ্য বিতরণের ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে সঙ্গে ইউনিয়নের জনপ্রতিনিধিদের সচেতন থাকতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগকাল কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে মানুষের জীবন সুরক্ষার পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে। করোনার মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার শাহাদাতবার্ষিকী ও শোক দিবস পালিত হয়েছে।

স্পিকার আরও বলেন, করোনাকালে পীরগঞ্জের প্রতিটি ওয়ার্ডের মানুষের জীবন সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে সবার পক্ষে দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে। করোনাকালে স্থানীয় নেতারা পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে কাজ করেছেন। পীরগঞ্জের চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, উপজেলায় নির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদ, গ্রামীণ রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নসহ পীরগঞ্জের আরও উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। জাইকার মাধ্যমে আয়রনমুক্ত পানি ও সুপেয় পানির নিশ্চিত করতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মেরিন একাডেমি নির্মাণসহ তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম। সভায় সব ইউনিয়নের প্রতিনিধি এবং আওয়ামী কৃষক লীগ, আওয়ামী মহিলা লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা বক্তব্য রাখেন। সভায় স্থানীয় রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ফাইল ছবি

সারাবাংলা/এএইচএইচ/টিআর

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর