ভারতে আরও ২৫২০ টন ইলিশ রফতানির অনুমোদন
স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২১ ২২:৪১ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ২২:৪৩
২৩ সেপ্টেম্বর ২০২১ ২২:৪১ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ২২:৪৩
ঢাকা : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে আরও ২ হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এ অনুমোদন দেয়। এ নিয়ে দুই দফায় ১১৩টি প্রতিষ্ঠানকে চার হাজার ৬০০ টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হলো। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, দেশের ৬৩টি রফতানিকারক প্রতিষ্ঠান প্রতিটি ৪০ টন করে ইলিশ রফতানির সুযোগ পাবেন। কোনো ব্যবসায়ী ৪০ টনের চেয়ে বেশি ইলিশ রফতানি করতে পারবে না।
এর আগে, গত সোমবার (২০ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২ হাজার ৮০ টন ইলিশ রফতানির অনুমোদন দেয়। তখন ৫০টি রফতানিকারক প্রতিষ্ঠানকে ৪০ টন করে ইলিশ রফতানির সুযোগ দেওয়া হয়।
আরও পড়ুন: বেনাপোল দিয়ে ভারতে আরও ২০৯ টন ইলিশ রফতানি
সারাবাংলা/জিএস/একে