Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেফাজতে যুবকের মৃত্যু, ‘গণপিটুনিতে হার্ট অ্যাটাক’ দাবি পুলিশের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২১ ২২:০৭ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ২২:১১

যশোর: যশোরে পুলিশ হেফাজতে রবিউল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় থানা থেকে পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

পুলিশের দাবি, গণপিটুনিতে ওই যুবক হার্ট অ্যাটাকে মারা গেছে। নিহত রবিউল ইসলাম যশোর শহরের পালবাড়ি পাওয়ার হাউজ মোড় এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে।

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের মালেক মোল্লাসহ ৪ জন যশোরে ইজিবাইক কিনতে এসেছিলেন। ইজিবাইক কিনে তারা সেটি চালিয়ে নিজ গ্রামের উদ্দেশে রওয়ানা হন। বিকেল চারটার দিকে তারা যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় পৌঁছালে রবিউল ইসলাম তাদের গতিরোধ করে এবং নিজেকে পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। তাকে ৫০০ টাকা দিলে তা ফেলে দেয়।

এরপর আরও বেশি টাকা দাবি করে সে ইজিবাইকে উঠে হুমকি-ধামকি শুরু করলে মালেক মোল্লা চিৎকার দেয়। তখন জনতা এসে রবিউলকে মারপিট করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে এবং হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে ফের তাকে হাসপাতালে নেওয়া হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও দাবি করেন, ‘রবিউল ইসলাম হার্ট অ্যাটাকে মারা গেছেন।’

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার সালাউদ্দিন সরকার জানিয়েছেন, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে প্রথমে রবিউল ইসলামকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে নিয়ে যায় পুলিশ। এরপর সন্ধ্যায় তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পুলিশ। কি কারণে তিনি মারা গেছেন, সে বিষয়ে কথা বলতে রাজি হননি চিকিৎসক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

গণপিটুনি গণপিটুনিতে হার্ট অ্যাটাক টপ নিউজ যুবকের মৃত্যু হেফাজতে মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর