Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেধাবৃত্তি দেবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল

সারাবাংলা ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৬

ঢাকা: সদস্যদের সন্তানকে মেধাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা সাব-এডিটরস কউন্সিল। সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়— যে সব সদস্যের সন্তান ২০১৯ ও ২০২০ সালে পিইসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি পাস করেছে, তারা বৃত্তির জন্য আবেদন করতে পারবে।

বৃত্তির জন্য আবেদনপত্র হাতে লিখে কিংবা কম্পিউটার কম্পোজ করে পাঠাতে হবে।

মেধাবৃত্তির জন্য বেশ কিছু নিয়মাবলি উল্লেখ করা হয়। সেগুলো হলো

১. পরীক্ষায় জিপিএ ‘৫’ পেতে হবে।
২. ২০২০ সালে যাদের সন্তান অটোপাস (জেএসসি, এইচএসসি) করেছে, তার মূল্যায়ন হবে পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।
৩. যেহেতু পিইসির (অটোপাস) পূর্ববর্তী কোনো স্তর নেই, তাই এ ক্ষেত্রে আবেদন করার প্রয়োজন নেই।
৪. আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট মার্কশিটের ফটোকপি জমা দিতে হবে।
৫. আবেদনকারী কোন হাউসে কাজ করেন, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৬. আবেদনের সঙ্গে সন্তানের (শিক্ষার্থী) দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
৭. বৃত্তির ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আগামী ৫ অক্টোবরের মধ্যে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অফিসে (ইসলাম এস্টেট ৫৫/১ পুরান পল্টন (তৃতীয় তলা), ঢাকা ১০০০) পৌঁছাতে হবে। আবেদন ও সন্তানের প্রয়োজনীয় নথিপত্র অনলাইনেও পাঠানো যাবে।  অনলাইনে আবেদন পাঠানোর ঠিকানা: ( [email protected])।

এ ছাড়া নির্বাহী কমিটির যে কারও কাছে বৃত্তির আবেদন জমা দেওয়া যাবে।

সারাবাংলা/একে

ডিএসইসি মেধাবৃত্তি সাব এডিটরস কাউন্সিল

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর