Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুমোদন ছাড়া বহুতল ভবন, ২ আবাসন প্রতিষ্ঠানকে জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীতে অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণ করায় দুই আবাসন প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এ সংক্রান্ত নোটিশের ওপর শুনানি শেষে জরিমানা করেন পরিচালক নুরুল্লাহ নুরী।

আবাসন প্রতিষ্ঠান দু’টি হচ্ছে- সেভেন প্রপার্টিজ লিমিটেড এবং কোরাল রিফ প্রপার্টিজ লিমিটেড।

পরিবেশ অধিদফতরের পরিচালক নুরুল্লাহ নুরী সারাবাংলাকে বলেন, ‘পরিবেশ ছাড়পত্র না নিয়ে সেভেন প্রপার্টিজ দক্ষিণ খুলশী আবাসিক এলাকায় সাত তলা ভবন নির্মাণ করছে। অন্যদিকে কোরাল রিফ আগ্রাবাদের চৌমুহনীতে ১৫ তলা ভবন নির্মাণ করছে। পরিদর্শনে সত্যতা পাওয়ার পর তাদের শুনানিতে হাজির থাকতে নোটিশ দেওয়া হয়। প্রতিনিধির উপস্থিতিতে শুনানি শেষে দুই প্রতিষ্ঠানকে দুই লাখ করে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

এদিকে নগরীর নাসিরাবাদ শিল্প এলাকায় তরল বর্জ্য নির্গমণ করে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে সাফ ড্রেস লিমিটেড নামে একটি ওয়াশিং কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাবাংলা/আরডি/এমও

আবাসন প্রতিষ্ঠান জরিমানা বহুতল ভবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর