Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী রেলস্টেশন থেকে প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪৩

প্রতীকী ছবি

নরসিংদী: জেলার রেলস্টেশন থেকে অজ্ঞাত এক প্রতিবন্ধী বৃদ্ধের (৫০)  মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে স্টেশনের মূলফটকের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত প্রতিবন্ধী বৃদ্ধের নাম ও পরিচয় জানা যায়নি। তবে তিনি রেলস্টেশনে ভিক্ষা করতেন বলে জানা গেছে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ওই বৃদ্ধ রেলস্টেশনের প্রবেশদ্বারের পাশে ফুটপাতে ঘুমিয়েছিলেন। বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অজ্ঞাত এই প্রতিবন্ধী বৃদ্ধ নরসিংদী রেল স্টেশনে ভিক্ষা করতেন বলে জানা যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইমায়েদুল জাহেদী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। মৃত প্রতিবন্ধী বৃদ্ধ নরসিংদী রেলস্টেশনে ভিক্ষা করতেন বলে জানতে পেরেছি। কিন্তু এখন পর্যন্ত তার পরিচয় জানা সম্ভব হয়নি।

সারাবাংলা/এনএস

প্রতিবন্ধী বৃদ্ধ মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর