Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইক্রোবাসের এসি বিস্ফোরণে ২ পুলিশ দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৪:৩২ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ১৪:৩৫

নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের এয়ার সিলিন্ডার (এসি) বিস্ফোরণে দুই পুলিশ কনস্টেবল আগুনে দগ্ধ হয়েছেন। নোয়াখালী জেলা কারাগার থেকে চারজন আসামিকে নিয়ে ওই মাইক্রোবাসে করে লক্ষীপুর নিয়ে যাচ্ছিলেন তারা।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ১১টার দিকে উপজেলার কেন্দুরবাগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জেলার পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

আহত পুলিশ কনস্টেবলরা হলেন- রাকেশ ও বেসান্ত। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলার এসপি মো.শহীদুল ইসলাম জানান, আজ (বৃহস্পতিবার) সকালে নোয়াখালী জেলা কারাগার থেকে চারজন আসামি নিয়ে পুলিশের একটি দল লক্ষীপুর যাওয়ার পথে বেগমগঞ্জের কেন্দুরবাগ নামক এলাকায় তাদের বহনকারী হাইয়েস মাইক্রোবাসের এয়ার সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে গাড়িতে থাকা দুই পুলিশ সদস্য আগুনে ঝলসে যায়।

আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল রাকেশ ও বেসান্তের অবস্থা আশঙ্কাজনক। তবে আসামিরা বর্তমানে বেগমগঞ্জ থানা হেফাজতে আছে বলে জানিয়েছিন এসপি মো.শহীদুল ইসলাম।

সারাবাংলা/এনএস

২ পুলিশ দগ্ধ এসি বিস্ফোরণ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর