Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে গৃহযুদ্ধ দেখছেন ইমরান

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৩:৫৯ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ১৫:৩২

আফগানিস্তানের শাসনক্ষমতা তালেবানের দখলে যাওয়ার পর দেশটিতে গৃহযুদ্ধের সম্ভাবনা দেখছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি সতর্ক করে বলেছেন, সরকারে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে শিগগিরই দেশটিতে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এর আগে, ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয় তালেবান। এরপর চলতি মাসের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তারা। এই সরকারে তালেবানের বিতর্কিত ও সন্ত্রাসী তালিকায় নাম থাকা নেতারা থাকলেও আফগানিস্তানের ক্ষুদ্র জাতিসত্তার কোনো প্রতিনিধি স্থান পাননি। এ ছাড়া কোনো নারীও নেই এ সরকারের মন্ত্রিসভায়। এ কারণে সমালোচিত হচ্ছে তালেবান।

ইমরান খান বলেন, আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হলে মানবিক ও শরণার্থী সংকট দেখা দেবে। এ ছাড়া তখন আফগানিস্তানের মাটি ব্যবহার করবে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী। পাকিস্তানের উদ্বেগ এসব নিয়ে। কারণ, এসব সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবিলা করতে হচ্ছে তার সরকারকে।

তিনি আরও বলেন, এর অর্থ হলো আফগানিস্তানে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে সবার অংশগ্রহণে ইমরান খান সরকার গঠনের কথা বললেও তা আগেই নাকচ করে দিয়েছে তালেবান। তালেবান নেতা মোহাম্মদ মোবিন আগেই বলেছেন, এমন সরকার গঠনের আহ্বান জানানোর এখতিয়ার কারও নেই। মঙ্গলবার আফগানিস্তানের অরিয়ানা টিভিকে তিনি বলেন, পাকিস্তানের মতো তারাও স্বাধীনতা পেয়েছে। তাদের নিজস্ব ব্যবস্থা গড়ে তোলার অধিকার রয়েছে।

আফগান সরকারের স্বীকৃতি নিয়ে কথা বলেছেন দেশটি তথ্য উপমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এ সরকারের স্বীকৃতি মিললেই কেবল আফগানিস্তানে মানবাধিকার নিয়ে উদ্বেগের বিষয়টি নিয়ে ভাবা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

আফগানিস্তান ইমরান খান

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর