পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের ধাওয়ায় আহত ১০
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৩:৫১ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৯
নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁও উপজেলার কাচঁপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ওপেক্স ও সিনহা গার্মেন্টসের শ্রমিকরা। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ায় ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন দুই গার্মেন্টসের কর্মীরা।
জানা গেছে, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন ওপেক্স ও সিনহা গার্মেন্টেসের কমীরা। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল ছোড়ে। এতে ১০ জন আহত হয়।
শ্রমিকরা জানান, গত কয়েকদিন যাবৎ বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও না দেয়ার জন্য তালবাহানা করছে মালিকপক্ষ। এছাড়া শ্রমিকদের অবসর সার্ভিসের টাকা, মাতৃত্বকালীন ছুটি, বাৎসরিক ছুটির টাকা, মৃত্যুজনিত এককালীন বীমার টাকা পরিশোধ করা হচ্ছে না। এ নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বললে ছাঁটাই করার ভয়ভীতি দেখায়। তাই বাধ্য হয়ে দাবি আদায়ের জন্য মহাসড়ক অবরোধ করেছেন তারা।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ ৪-এর পুলিশ সুপার আইনুল হক জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক। শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা দাবি পুরণের আশ্বাস দিয়েছেন।
সারাবাংলা/এনএস