Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টে ঝুমন দাসের জামিন, যেতে পারবেন না এলাকার বাইরে

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২১ ১২:৪৩ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ১৪:৩১

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় কারাগারে থাকা সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঝুমন দাসকে এক বছরের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এই সময়ে তিনি নিজ এলাকার বাইরে যেতে পারবেন না।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও নাহিদ সুলতানা যুথি। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান বলেন, ‘আসামি ঝুমন দাস নিজ এলাকার বাইরে যেতে পারবেন না, এই শর্তে তাকে এক বছরের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে তিনি সিলেট অঞ্চলের বাইরে যেতে পারবেন না।’

গত ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাইয়ে শানে রিসালাত সম্মেলন নামে একটি সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে হেফাজতের তৎকালীন আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হক বক্তব্য দেন। ওই সমাবেশের পরদিন ১৬ মার্চ মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন দিরাইয়ের পার্শ্ববর্তী উপজেলা শাল্লার নোয়াগাঁওয়ের যুবক ঝুমন দাস। তিনি স্ট্যাটাসে মামুনুলের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ আনেন। তবে এ সমালোচনাকে ইসলামের সমালোচনা বলে এলাকায় অপপ্রচার চালাতে থাকে মামুনুলের অনুসারীরা। এতে এলাকাজুড়ে উত্তেজনা দেখা দেওয়ায় নোয়াগাঁও গ্রামের বাসিন্দারা ১৬ মার্চ রাতে ঝুমনকে পুলিশের হাতে তুলে দেন।

বিজ্ঞাপন

কিন্তু পরেরদিন কয়েক হাজার লোক লাঠিসোঁটা নিয়ে মিছিল করে গ্রামের সংখ্যালঘুদের ঘর-বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঝুমন দাসের বাড়িসহ হাওরপাড়ের হিন্দু গ্রামের প্রায় ৯০টি বাড়ি ও মন্দিরে ভাঙচুর-লুটপাট করে। এরপর গত ২২ মার্চ ঝুমন দাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

এই মামলায় ৩ আগস্ট নিম্ন আদালতে খারিজের পর ২২ আগস্ট ঝুমন দাস হাইকোর্টে জামিন আবেদন করেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

জামিন ঝুমন দাস