নওগাঁয় মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
২৩ সেপ্টেম্বর ২০২১ ১২:২১ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ১৪:১১
নওগাঁ: জেলার মান্দা উপজেলায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট সংলগ্ন শ্রীরামপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) শাহিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন- পিকআপ চালক শামীম আহমেদ (২৪) ও মোটরসাইকেল চালক সানারুল ইসলাম (২৮)। এর মধ্যে নিহত শামীম রাজশাহী মহানগনীর শাহমুখদুম থানার আব্দুস সালামের ছেলে এবং সানারুল জেলার নিয়ামতপুর উপজেলার সাবইল গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে।
এ বিষয়ে ওসি শাহিনুর রহমান জানান, আজ (বৃহস্পতিবার) সকালে মালটা বোঝাই একটি পিকআপ রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ও মোটরসাইকেল আরোহী নিহত হয়। পরে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে নওগাঁ মর্গে পাঠায়।
সারাবাংলা/এনএস