বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২২ সেপ্টেম্বর ২০২১ ২২:২৯ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ২৩:০২
সিরাজগঞ্জ: জেলার কামারখন্দ উপজেলায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতিতে চালিয়ে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চলে যাওয়ার পর আরোহী আবদুল্লাহ আল মুকিম (৩০) এবং মেহেদী হাসান গালিবের (২৮) মৃত্যু হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মৃতদের বাড়ি যথাক্রমে চট্টগ্রাম এবং পাবনা জেলায়।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, মোটর সাইকেলযোগে মুকিম এবং গালিব ঢাকা থেকে পাবনার দিকে যাচ্ছিলেন। তারা মহাসড়কের সীমান্ত বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি বাসের সামনে পড়ে যান। এ সময় ওই বাসচাপায় ঘটনাস্থলেই প্রাণ যায় আব্দুল্লাহ আল মুকিমের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান মেহেদী হাসান গালিব।
বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়েছে বলে জানায় পুলিশ।
সারাবাংলা/একেএম