Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২১ ২২:১৩ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ০৫:২৫

ঢাকা: দুই কিলোগ্রাম (কেজি) ক্রিস্টাল মেথসহ (আইস) মো. মুজিব নামে এক জনকে আটক করে মাদক মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়ায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক দাম ১০ কোটি টাকা।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়নের এক বিশেষ অভিযানে এই মাদক উদ্ধার হয়। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে টেকনাফ উপজেলার মিঠাপানিছড়া গ্রামের এক বাড়িতে ক্রিস্টাল মেথ লুকিয়ে রাখা রয়েছে। দুপুরে বিশেষ অভিযান চালানোর সময় সন্দেহভাজন একজন বাড়ির পেছন দরজা দিয়ে পালানোর চেষ্টা করে, সে সময় তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই বাড়ির ফলস সিলিংয়ের ওপরে দুই কেজি ক্রিস্টাল মেথ লুকানো আছে।

পরে মাদক উদ্ধার করে মুজিবকে আটক করা হয়। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির দাবি, এটি এখন পর্যন্ত ক্রিস্টাল মেথের সবচেয়ে বড় চালান।

সারাবাংলা/ইউজে/একেএম

ক্রিস্টাল মেথ টপ নিউজ টেকনাফ বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)