দেশ বন্দিশালায় পরিণত হয়েছে: মির্জা ফখরুল
২২ সেপ্টেম্বর ২০২১ ২০:১৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ০৫:২৪
ঢাকা: গোটা দেশ বন্দিশালায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। ঢাকা জেলা (দক্ষিণ শাখা) ছাত্রদল নেতা পারভেজ হোসেন পাভেলকে গ্রেফতার, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় পুলিশের হামলা, গ্রেফতার ও ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ জানাতে তিনি এ বিবৃতি দেন।
মির্জা ফখরুল বলেন, ‘দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী কর্তৃত্ববাদী সরকার দেশকে এক ভয়াবহ অরাজকতার অন্ধকার গহব্বরে ঠেলে দিয়েছে। সমগ্র দেশটাই এখন বন্দিশালায় পরিণত হয়েছে। করোনা মহামারির মধ্যেও বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের ও কারান্তরীণের ঘটনা নিত্য-নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা জেলা দক্ষিণ শাখার সদস্য সচিব পারভেজ হোসেন পাভেল এবং বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় পুলিশি হামলার পর সাংগঠনিক সম্পাদক মো. রণি ভূঁইয়া, যুগ্ম আহবায়ক মোস্তফা আলী জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবকদল নেতা আফজালকে গ্রেফতার, থানা বিএনপি’র সদস্য সচিব মনির হোসেনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের ও নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা বানচাল করে দেওয়া বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের ধারাবাহিক অপকর্মের অংশ। এটি গণবিরোধী সরকারের চলমান দমন নীতিরই ধারাবাহিকতা।’
মির্জা ফখরুল বলেন, ‘সরকার আতঙ্কে রয়েছে বলেই বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচি বানচালে বেপরোয়া হয়ে উঠেছে। দেশে বর্তমানে যে দুঃশাসন কায়েম হয়েছে তাতে রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার পদদলিত করা হচ্ছে। প্রশাসন যন্ত্রকে অপব্যবহার করে ক্ষমতাসীন গোষ্ঠী দেশে কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে জনগণকে জিম্মি করে ফেলেছে।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থতা আড়াল করতেই সরকার এ ধরনের অমানবিক ও নিষ্ঠুরতার আশ্রয় নিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত। কিন্তু এসব অপকর্মের মাধ্যমে জনগণকে ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না। জনগণ এখন সরকারের সব কু-কর্ম ও নিষ্ঠুর শাসন অবসানে ঐক্যবদ্ধ হচ্ছে।’
সারাবাংলা/এজেড/পিটিএম