হুইল চেয়ারে জিয়ার কবরে যান— খালেদাকে জাফরুল্লাহ
২২ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৭ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৮
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে হলেও তার দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করার পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বুধবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করা হয়।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া যদি মুক্ত হয়ে থাকেন, তাহলে দেশবাসীর প্রত্যাশা কী ছিল? জিয়ার কবর জিয়ারত করার জন্য খালেদা জিয়া অন্তত হুইল চেয়ার করে চন্দ্রিমা উদ্যানে যাবেন। উনি (খালেদা জিয়া) কি যেতে পেরেছেন? আরও সুন্দর হতো উনার হুইল চেয়ার যদি জাইমা (তারেক রহমানের মেয়ে) ঠেলে নিয়ে যেত। সেটা যদি হতো, তাহলে সেখানে ঝড় বইত। সেই উত্তাল ঝড়ে ভোট ডাকাতরা ভারতে পালিয়ে যেত।’
‘আর যদি বেগম খালেদা জিয়া বন্দি থাকেন, তাহলে তাকে মুক্তির ব্যবস্থা করুন’— বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
খালেদা জিয়াকে ‘সাহসী মহিলা’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়া প্রথমবার যখন ক্ষমতায় এসেছিলেন, তখন আমি বলেছিলাম ট্রানজিট দিয়েন না। তিনি আমার পরামর্শ নিয়েছিলেন। আজ দেখুন ট্রানজিটে কী পরিমাণ লুট হচ্ছে। এজন্য বলি— আমাদের খালেদা জিয়াকে দরকার।’
বিএনপির উদ্দেশে ডা. জাফরুল্লাহ বলেন, মিন মিন করা বাদ দেন, মাঠে নামেন। এই ভোট ডাকাতদের সরাতে চাইলে লাঠিসোটা যা আছে, তাই নিয়ে নেমে পড়েন। ভোট ডাকাতরা পালিয়ে যাবে। তবে ভোট ডাকাতদের সরিয়ে অন্য কাউকে আনলে হবে না। একটা সুষ্ঠু সরকার প্রয়োজন, যেখানে জনগণের অধিকার থাকবে।
ন্যাশনাল ডেমাক্রেটিক পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়াম্যান বরকত উল্লাহ বুলু, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, গণস্বাস্থ্যের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেনসহ অন্যরা বক্তব্য দেন।
সারাবাংলা/এজেড/টিআর