ভারতে করোনায় মৃতদের পরিবার প্রতি ৫০ হাজার রুপি দেবে সরকার
২২ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৭ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ২০:১৬
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবার প্রতি ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। বুধবার (২২ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে তাদের এ সিদ্ধান্তটি জানায়।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট আদালতে জানায়, রাজ্য সরকার করোনায় মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে ৫০ হাজার রুপি হারে ক্ষতিপূরণ দেবে। শুধুমাত্র যারা মারা গেছেন তাদের পরিবারকেই নয়, ভবিষ্যতে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার পরিবারও এ হারে ক্ষতিপূরণ পাবে।
ক্ষতিপূরণের এ অর্থ যোগান দেবে রাজ্য সরকারগুলো। এসব রাজ্যে দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
এর আগে ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দিতে জনস্বার্থে একটি মামলা দায়ের হয়েছিল। তবে গত জুনে এ অভিযোগের শুনানিতে কেন্দ্রীয় সরকার জানায়, পরিবার প্রতি ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। পরে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী পরিবার প্রতি ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথা জানাল ভারত সরকার।
উল্লেখ্য যে, ভারত করোনাভাইরাসে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে শীর্ষস্থানীয়। সেদেশে এ পর্যন্ত ৪ লাখ ৪৬ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সারাবাংলা/আইই