কুষ্টিয়ায় ৯ মাসের শিশুসহ মায়ের লাশ উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২১ ১২:১৬ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ১৩:০১
২২ সেপ্টেম্বর ২০২১ ১২:১৬ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ১৩:০১
কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় ৯ মাসের শিশু সন্তানসহ এক মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ সেপ্টেম্বর) ভোরে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত আকলিমা খাতুন থানাপাড়া বাঁধ এলাকার রতনের স্ত্রী।
কুষ্টিয়া মডেল থানা ওসি সাব্বিরুল ইসলাম জানান, মা ও শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। আকলিমা মানসিক রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে, এটা ‘আত্মহত্যা’।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গড়াই নদীসংলগ্ন থানাপাড়া পুরাতন বাঁধে স্বামী রতনের বাড়িতে বসবাস করতেন আকলিমা। পাশেই তার বাবা মাজেদের বাড়ি। স্বামীর বাড়িতে সংস্কার কাজ চলায় মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে বাবার বাড়িতে ৯ মাসের শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন আকলিমা। বুধবার ভোরে আকলিমাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বিছানায় পড়ে ছিল শিশু জীমের লাশ।
সারাবাংলা/এএম