অস্ট্রেলিয়ায় ভূমিকম্প অনুভূত
২২ সেপ্টেম্বর ২০২১ ০৯:০৪ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ১২:০৫
অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির মেলবোর্ন শহরের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বিবিসি।
বুধবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় ৯টা ১৫ মিনিটে ভিক্টোরিয়ান রাজ্যের রাজধানী থেকে দূরে ম্যানসফিল্ডে এ ভূমিকম্প হয়। এ ঘটনার পর পরই যুক্তরাষ্ট্রে অবস্থানরত দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন উদ্বেগ প্রকাশ করেন।
স্কট মরিসন বলেন, এ ভূমিকম্পে গুরুতর আহত হওয়ার কোনো খবর নেই, এটা খুব ভালো খবর। অস্ট্রেলিয়ায় ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনা বিরল। এটি খুবই উদ্বেগজনক হতে পারত।
দক্ষিণ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলসে (এনএসডব্লিউ) ভূমিকম্প অনুভূত হয়েছিল। এরপর ৪ ও ৩ দশমিক ১ মাত্রার আরও দুটি ভূমিকম্প আঘাত হানে।
সম্প্রতি বছরে অস্ট্রেলিয়া বড় ধরনে ভূমিকম্পের মধ্যে এটি অন্যতম। তবে এতে উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।
সারাবাংলা/এনএস