Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি ভেবে ভারতীয়কে হত্যা করল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫২ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৯:১১

কুড়িগ্রাম: জেলার রৌমারী সীমান্তে মোহাম্মদ আলী (২০) নামে ভারতীয় এক নাগরিককে গুলি করে হত্যা করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার খেতারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা ১০৫৪-৫৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ আলী ভারতের আসাম রাজ্যের হাটশিংঙিমারী জেলার পুড়ান দিয়াড়া থানাধীন পুড়ান ছাটকড়াইবাড়ি এলাকার মন্ডলকান্দি গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় এক কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

সীমান্তের একাধিক তথ্যসূত্রে জানা গেছে, ভারতীয় কাঁটাতারের ওপরে বাঁশের তৈরি আড়কি লাগিয়ে গরু পারাপারের উদ্দেশ্যে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে মোহাম্মদ আলী। পরে, ১৫-২০ জনের একটি সংঘবব্ধ দল মিলে অবৈধভাবে ভারতীয় গরু পারাপারের সময় ভারতের দ্বীবচর বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গরু চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় মোহাম্মদ আলী নামের এক ভারতীয় চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পড়ে কাঁটাতারের গেট খুলে মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নেয় ভারতীয় বিএসএফ সদস্যরা।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, সীমান্তে বাংলাদেশি ভেবে ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে বলে লোকমুখে শুনেছেন। তবে কী কারণে গুলি চলেছে তা জানা নেই।

সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জয়েন উদ্দিন স্বীকার করে বলেন, বিএসএফের গুলিতে এক ভারতীয় নাগরিক মারা যাওয়ার কথা শুনেছেন।

সারাবাংলা/একেএম

টপ নিউজ বিএসএফ

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর