Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থীকে ধর্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৫

বরিশাল: স্কুলে যাওয়ার পথে বরিশালের হিজলায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) তুলে নিয়ে ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালক ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার অভিযুক্ত চালক আতাউল্লাহ মোল্লাকে আসামি করে গতকাল সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে হিজলা থানায় একটি মামলা দায়ের করেছে।

অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এর আগে গতকাল সোমবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে অভিযুক্ত আতাউল্লাহকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। তিনি ওই উপজেলার ভারুইয়া গ্রামের করিম মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীর স্বজনরা জানান, আতাউল্লাহ বেশ কিছুদিন ধরে ওই ভুক্তভোগীকে উত্যক্ত করে আসছিল। এর মধ্যে গতকাল সোমবার স্কুলে যাওয়ার পথে ভারুইয়া গ্রামে শিক্ষার্থীর পথরোধ করেন আতাউল্লাহ। এ সময় মুখ চেপে তাকে পাশ্ববর্তী একটি বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান তিনি। বাড়ি ফিরে সে অসুস্থ হয়ে পড়ে এবং স্বজনদের কাছে সব ঘটনা খুলে বলে।

হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারেক হাসান রাসেল জানান, এ ঘটনায় শিক্ষার্থীর পরিবার সোমবার রাত সাড়ে ১২টায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এছাড়াও মামলা আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এনএস

শিক্ষার্থীকে ধর্ষণ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর