Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে বগি লাইনচ্যুত, দক্ষিণের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

লোকাল করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২১ ১৪:০৬ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৪:১৩

গাজীপুর: টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন লাইনচ্যুত হয় বলে জানান টঙ্গী রেল স্টেশনের মাস্টার মো. এরশাদ উল্লাহ।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছালে সেটি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্টেশন মাস্টার আরও জানান, ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই ঘটনাস্থলের উদ্দেশে উদ্ধারকারী ট্রেন পাঠানো হবে।

সারাবাংলা/এমও

টপ নিউজ বগি লাইনচ্যুত বন্‌ধ রেল যোগাযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর